শিশু ধর্ষণের ঘটনায় বিচার চাইলেন শাকিব খান

ঢাকা : সাম্প্রতিক দেশে ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনাগুলো ভয়াবহভাবে বেড়েছে। সমাজের বিভিন্ন বয়সী নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। কোমলমতি শিশুরাও বাদ পড়ছে না ধর্ষকের হাত থেকে। চলমান এই পরিস্থিতিতে নারীর নিরাপত্তা নিয়ে সবাই শঙ্কিত।
এরইমধ্যে কয়েকদিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের একটি শিশু। শিশুর অবস্থা এখন সংকটাপন্ন। আর এ ঘটনায় ক্ষোভে ফুসে উঠেছে সারাদেশ।
এবার মাগুরার এ ঘটনায় বিচার চাইলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। কিছুদিন দেশের বাইরে ছিলেন তিনি।
কয়েকদিন হলো দেশে ফিরেছেন িতিনি। তবে মাগুরার ঘটনাটি বাকি আট-দশজন নাগরিকের মতো অভিনেতাকেও আহত করেছে বলে জানিয়েছে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।
রোববার (৯ মার্চ) বেলা ১টা ৪০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ক্যালো ব্যাকগ্রাউন্ডে এক স্ট্যাটাসে শাকিব খান লিখেছেন, ‘জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।’
এদিকে শাকিব খান এই স্ট্যাটাস দেয়ার পর তা সঙ্গে সঙ্গে নজর কাড়ে নেটিজেনদের। তা নিজের টাইমলাইনে শেয়ার করছেন অনেকেই। আবার অনেকেই মন্তব্যের ঘরে একাত্মতা পোষণ করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।