
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক অভিধানে গণপরিষদ নির্বাচন ও জাতীয় সরকার নির্বাচন একসঙ্গে হতে পারে না।
শনিবার (৮ মার্চ) ঢাকায় খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।এসময় অসংলগ্ন কথা বলে ধুম্রজাল তৈরি না করে জাতীয় নির্বাচনের দিকে অগ্রাধিকার দেয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি। দ্রুত নির্বাচনের দিকে হাঁটলে জাতির জন্য কল্যাণ হবে বলেও জানান বিএনপির এ নেতা।
অনুষ্ঠানে মানবরচিত আইন বাতিল করে কোরআনের শাসন প্রতিষ্ঠার কথা উল্লেখ করে জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেন, কোরআনের শাসন কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় কারও কারও বক্তব্যে ফ্যাসিস্ট সরকারের প্রভাব দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইফতার অনুষ্ঠানে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচন যত দেরি হবে সংকট তত বাড়বে৷ তাই নির্বাচন না পিছিয়ে দ্রুত নির্বাচন দিতে সরকারকে তাগাদা দেন তিনি।