মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন সতীর্থরা

ঢাকা : বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে সম্মানের সঙ্গে বিদায় নিয়েছেন এমন খেলোয়াড় খুঁজে পেতে অনুসন্ধান চালাতে হয়। মাশরাফি বিন মুর্তাজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবালরা প্রিয় আঙ্গিনা থেকে বিদায় নিতে পারেননি। সদ্য বিদায়ের ঘোষণা দেয়া মুশফিকুর রহিমের বেলায় ঘটল ভিন্ন ঘটনা।
বুধবার (৫ মার্চ) রাত ১১টার কিছু পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে অবসরের ঘোষণা দেন মুশফিক। তিনি লিখেন, আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিচ্ছি।
আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য। যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে একটি বিষয় নিশ্চিত যখনই আমি দেশের হয়ে মাঠে নেমেছি, সর্বদা শতভাগের বেশি দেয়ার চেষ্টা করেছি, সততা ও নিষ্ঠার সঙ্গে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক বিদায়ের অপূর্ণতা কিছুটা হলেও ঘুচেছে এ উইকেটরক্ষ ব্যাটারের। এদিন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলছেন মুশফিক। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস পরে মাঠে নামার সময় মুশফিককে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা।
এর আগে ফেসবুকে আবেগঘন বার্তায় মুশফিককে শুভকামনা জানিয়েছেন সতীর্থরা। তামিম, মাশরাফি, তাসকিনরা প্রশংসায় ভাসিয়েছেন অভিজ্ঞ এ ব্যাটারকে।
২০০৬-এর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মুশফিকের ওয়ানডেতে পথচলা শুরু। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২৭৪ ওয়ানডে। রাওয়ালপিন্ডিতে গত ২৪ ফেব্রুয়ারি ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে করেছেন ২ রান। ২৭৪ ওয়ানডেতে ৭৯.৭০ স্ট্রাইকরেটে ৭৭৯৫ রান করেছেন মুশফিক। ৯ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪৯ ফিফটি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে মুশফিকের রান ২৬৮৪। এক ভেন্যুতে যা কোনো ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ। মিরপুরেই ২৮৯৭ রান নিয়ে প্রথম তামিম।
ওয়ানডেতে উইকেটকিপার হিসেবে মুশফিকের ডিসমিসাল ২৯৭টি। বাংলাদেশের আরও কারও ১৩০টি। ২৪১টি ক্যাচ নেয়া মুশফিক স্টাম্পিং করেছেন ৫৬টি। ক্যাচ ও স্টাম্পিংয়েও মুশফিক বিশ্বের পঞ্চম।