Leadঅর্থ বাণিজ্য

রেমিট্যান্স বাড়ছে, সুখবর অর্থনীতির অন্যান্য সেক্টরেও

ঢাকা : ভঙ্গুর অর্থনীতি মোটামুটি একটি ভিতের উপর দাঁড়াতে শুরু করেছে ফেব্রুয়ারিতেই। রফতানি আয় বৃদ্ধি পাচ্ছে। আগের সময় থেকে রেমিট্যান্স বাড়ছে। ব্যাংক খাত ধ্বংসের অন্যতম কারণ খেলাপি ঋণ, যা আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এর প্রকৃত পরিমাণ বেরিয়ে আসতে শুরু করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতি তথ্য প্রকাশ করে জানিয়েছে, সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ, যা আগের মাসে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৭২ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১২ দশমিক ৯২ শতাংশ।

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস প্রবাসী আয়। ৫ আগস্টের পটপরিবর্তনের পর প্রতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। রমজান উপলক্ষে রেমিট্যান্স বাড়তে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে বৈধপথে ১৯২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৭৩৮ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। সে হিসাবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে এক হাজার ৭৯ কো‌টি টাকা। জানুয়ারিতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২১৮ কোটি ৫২ লাখ ডলারের। এর আগের মাসে এসেছিল রেকর্ড ২৬৩ কোটি ৯০ লাখ ডলার।

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম আরেক উৎস রফতানি আয়। বাংলাদেশ থেকে পণ্য রফতানি ইতিবাচক ধারায় রয়েছে। টানা চার মাস ধরে ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলারের বেশি পণ্য রফতানি হয়েছে।

গত বছরের জানুয়ারির তুলনায় রফতানি বাড়লেও ডিসেম্বরের চেয়ে কিছুটা কমেছে। সর্বশেষ জানুয়ারি মাসে ৪৪৪ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। এই রফতানি গত বছরের একই মাসের তুলনায় ৫ দশমিক ৭০ শতাংশ বেশি।

যদিও গত ডিসেম্বরে ৪৬৩ কোটি ডলারের পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছিল সাড়ে ১৭ শতাংশে। তার আগে অক্টোবর ও নভেম্বরে যথাক্রমে ৪১৩ ও ৪১১ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাস জুলাই-জানুয়ারিতে মোট ২ হাজার ৮৯৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে।

এই রফতানি এর আগের ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি। রফতানি থেকে আয়ে সবচেয়ে বেশি অবদান রাখা তৈরি পোশাক খাত (আরএমজি) গত জানুয়ারিতে রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক ৬৬ বিলিয়ন ডলার হয়েছে।

দেশের রফতানি আয় ও প্রবাসী আয়ের ধারা প্রবাহ চলমান থাকায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বস্তির দিকে যাচ্ছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৬ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২১ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে জুলাই-ডিসেম্বরে দেশে মোট ৩৫৩ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বিদেশি ঋণ এসেছে। এর মধ্যে সর্বশেষ ডিসেম্বরে ২০০ কোটি ডলারের মতো ছাড় হয়েছে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ছাড় হয়েছে প্রায় ১০০ কোটি ডলার। চলতি অর্থবছরের অর্থের যোগানে আইএমএফের চলমান ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ কিস্তির ৬৪৫ মিলিয়ন ডলার মার্চ মাসে পাওয়ার কথা থাকলেও তা জুনে যাবে বলে আশা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের জন্য বলা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে জুনের মধ্যে ১ বিলিয়ন ডলার পর্যন্ত ঋণ দিতে রাজি হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। তবে এর জন্য সরকারকে ব্যাংক খাত সংস্কারসহ বেশকিছু শর্ত পূরণ করতে হবে, যার মধ্যে অন্যতম হলো বেসরকারি ব্যাংকের পরিচালক সংখ্যা ও তাদের কার্যকাল কমানো।

দেশের জ্বালানি খাতের উন্নয়নে অতিরিক্ত ৩ কোটি মার্কিন ডলার অর্থায়ন করতে যাচ্ছে বিশ্বব্যাংক। এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজন প্রকল্পের জন্য এ ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে সংস্থাটি। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শেয়ারবাজারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বহু বছর।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে দেশের শেয়ারবাজার নতুন নেতৃত্বে কিছুদিন ভালো করলেও পরে আবার বাজার পড়ে যায়। এতে সর্বস্বান্ত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। অনেক বিনিয়োগকারী তখন শেয়ারবাজার থেকে বের হয়ে চলে যেতে থাকেন।

তবে নতুন বছরে আশার আলো দেখাচ্ছে, নতুন করে বিনিয়োকারীরা আসছেন। দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর গত জানুয়ারি মাসে বাজার মূলধন বেড়েছে দুই হাজার দুইশ’ কোটি টাকার বেশি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য মতে, জানুয়ারিতে এসছে প্রায় তিন হাজার নতুন বিনিয়োগকারী।

দেশের বর্তমান পরিস্থিতি দেশের জনগণের নিরাপত্তা তথা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে। ব্যবসা-বাণিজ্যের জন্য নিরাপদ পরিস্থিতি বেশি জরুরি। নিরাপত্তা পরিস্থিতি ঠিক না থাকলে অর্থনীতির ওপর বড় চাপ পড়বে। এজন্য দরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে কঠোর অবস্থান গ্রহণ করা। দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা।

Related Articles

Leave a Reply

Back to top button