বিনোদনলিড স্টোরি

ফের প্রেমের গুঞ্জনে অভিনেত্রী প্রভা

মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে অভিনয়ে তিনি অনিয়মিত। বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন। ফের অভিনয়ে মনোযোগী হবেন বলেও জানান।

এদিকে কাজের বাইরে, নতুন করে পুরোনো প্রেম বিষয়ে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকেই একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। এরপর নিজের ছক কষা গণ্ডিতেই থাকেন সবসময়।

তবুও তার প্রেম নিয়ে প্রায়ই গুঞ্জন শোনা যায়। সে গুঞ্জনে এসেছে একাধিক অভিনেতার নাম। এরমধ্যে একজন অভিনেতা মনোজ প্রামানিক। তবে তখন সেটা স্পষ্টভাবে অস্বীকার করেন প্রভা। বিষয়টি সম্প্রতি আবারও আলোচনায় এসেছে।

এ নিয়ে কথাও বলেন অভিনেত্রী। তিনি বলেন, মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। মিডিয়াতে এটা প্রচলিত ছিল যে, আমাদের প্রেম আছে। এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়।

তিনি আরও বলেন, আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। যেসবের কিছু সত্যি ছিল, কিছু মিথ্যা। তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি, বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল।

প্রেম বিষয়ে প্রভা জানান, একাধিকবার তার জীবনে প্রেম এসেছে। তবে সম্পর্কের একটা সময়ে মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেয়া সম্ভব হবে না দুজনের। তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি। এদিকে প্রথম প্রেম প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন প্রভা। তাকে শত্রু বলে আখ্যায়িত করেন অভিনেত্রী।

এদিকে যুক্তরাষ্ট্রে মেকআপ বিষয়ে প্রশিক্ষণ করে এসেছেন প্রভা। বর্তমানে তিনি নিজেকে মেকআপ আর্টিস্ট হিসাবেও প্রতিষ্ঠিত করতে চান।

Related Articles

Leave a Reply

Back to top button