খেলা

এবারের আইপিএলে থাকছে যেসব নতুন নিয়ম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যস্ত ভারতের জাতীয় দল। আর অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজগুলো ব্যস্ত নিজ নিজ অনুশীলনে। দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এরইমাঝে। অনেক দলই নিজ নিজ ভেন্যুতে শুরু করেছে অনুশীলন। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এবার বেশকিছু নতুন নিয়ম হাজির করেছে আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ম্যাচের দিন কোনো প্রকার অনুশীলন পর্ব থাকছে না। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোনোপ্রকার আঞ্চলিক ম্যাচ, লিজেন্ডস লিগ কিংবা সেলেব্রেটি টুর্নামেন্টের জন্য মাঠগুলোকে আর ব্যবহার করা যাবে না।

পিচের ক্ষেত্রেও দেয়া হয়েছে নির্দেশনা। ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রথম হোম ম্যাচের চার দিন আগে থেকে মূল পিচের আশপাশে কোনো অনুশীলন বা প্রস্তুতি ম্যাচ খেলা যাবে না। তবে এই সময় পাশের কোনো এক উইকেটে রেঞ্জ হিটিং এর জন্য ব্যবহার করা যাবে। তবে এই জন্য দরকার হবে লিখিত অনুমতির।

ক্রিকবাজের ওই প্রতিবেদন অনুযায়ী, নতুন মৌসুমে আইপিএলের দলগুলোকে চারটি নির্দেশনা দেয়া হয়েছে

১/ দলগুলোকে দুটো নেট দেয়া হবে অনুশীলনের জন্য। আর অতিরিক্ত একটি দেয়া হবে সাইড উইকেটে রেঞ্জ হিটিংয়ের সুবিধার্থে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যদি দুই দল একইসঙ্গে অনুশীলন করে তবে প্রতিটি দলকে একইসময়ে রেঞ্জ হিটিং করার ব্যবস্থা থাকবে।

২/ কোনো ওপেন নেট প্র্যাকটিসের সুযোগ থাকছে না।

৩/ যদি কোনো দল আগেই প্র্যাকটিস শেষ করে ফেলে, তবে অন্য দলটি একই উইকেটে অনুশীলনের অনুমতি পাবে না।

৪/ ম্যাচের দিনগুলোতে কোনো অনুশীলন পর্ব থাকছে না।

Related Articles

Leave a Reply

Back to top button