
আন্তর্জাতিক
নেতানিয়াহু চান গাজায় ‘যুদ্ধ চিরকাল চলুক’
গাজায় চিরকাল যুদ্ধ চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেননা এই যুদ্ধ থেমে যাওয়া মানে নেতানিয়াহুর ‘রাজনৈতিক বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি ডেমোক্র্যাট পার্টির নেতা ইয়াইর গোলান।
ইরায়েলি দৈনিক মারিভের এক প্রতিবেদনে এসব মন্তব্য করেন দেশটির বিরোধীদলীয় এই নেতা।
ইয়াইর গোলান বলেন, নেতানিয়াহু ক্রমাগত সমস্ত আমাদের নাগরিকদের অসাধারণ চাপ এবং জরুরি অবস্থার মধ্যে রাখার উপায় খুঁজছেন। কারণ এটি তার রাজনৈতিক প্রয়োজনগুলো পূরণ করে।
তিনি বলেন, কত সৈন্য মারা গেছে বা জিম্মিদের জীবন নিয়ে নেতানিয়াহুর কোনো মাথাব্যথা নেই। এতে তার কিছু যায় আসে না, কারণ তার ব্যক্তিগত ও রাজনৈতিক চাহিদা অন্য সবকিছুর চেয়ে বেশি প্রাধান্য পায়।
নেতানিয়াহু সরকার গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে মনে করেন ইয়াইর গোলান। তিনি বলেন, ইসরায়েল একটি চুক্তি সই করেছিল, প্রথম পর্যায়ের ১৬তম দিনে দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা শুরু করার কথা ছিল। তবে ইসরায়েল এই আলোচনা এড়িয়ে গেছে।
তিনি নেতানিয়াহুর এই ধারণার বিরোধী। গোলান বলেন, যারা জিম্মিদের মুক্তি দিতে চায় তাদের একটি সহজ জিনিস বুঝতে হবে – আমাদের দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে পৌঁছাতে হবে এবং গাজার বেশিরভাগ অংশ থেকে সরে যেতে হবে।