লিড স্টোরিশিক্ষা

অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা পাবেন কোটা সুবিধা

সরকারি স্কুল ভর্তি

ঢাকা : মুক্তিযোদ্ধা কোটার মতোই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবার কোটা পাবে। ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের ৫ শতাংশ কোটা নির্ধারিত হয়েছে। সরকারি স্কুল ভর্তিতে এ কোটা চালু করেছে অন্তর্বর্তী সরকার।

রোববার (০২ মার্চ) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা থাকবে। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারও এ সুবিধা পাবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তাদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

মুক্তিযোদ্ধা ও অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সন্তানদের আসন নির্ধারণ করা হবে। আবেদনপত্রের সঙ্গে প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি জমা দিতে হবে। ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

আদেশে আরও বলা হয়, মুক্তিযোদ্ধা বা অভ্যুত্থানে শহীদদের সনদ প্রয়োজন। এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু হতে হবে। যাচাই শেষে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না। এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে অফিস আদেশে।

Related Articles

Leave a Reply

Back to top button