রাজনীতিলিড স্টোরি

‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ হচ্ছে, নেতৃত্বে যারা

ঢাকা : দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে ছাত্র-তরুণরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির নাম হতে পারে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ বা ‘গণতান্ত্রিক নাগরিক পার্টি’।

তারা ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে দলটি। তার জন্য মেট্রোপলিটন পুলিশকেও জানানো হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রে আরও জানা গেছে, রাজনৈতিক দলটির নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। এদের মধ্যে দলের আহবায়ক হতে পারেন নহিদ ইসলাম। আর সদস্য সচিব হতে পারেন আখতার হোসেন।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হতে পারেন হাসনাত আব্দুল্লাহ আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন নাসির উদ্দিন পাটোয়ারী আর যুগ্ম সমন্বয়ক করা হচ্ছে হান্নান মাসউদকে। এছাড়া নতুন দলের দফতর সম্পাদক করা হচ্ছে সালেহ উদ্দিন সিফাতকে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। সেগুলো নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি। আগামীকাল বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।

নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে। এজন্য দলের আহবায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া সম্মুখযোদ্ধাদের স্থান দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button