অর্থ বাণিজ্য

ঈদের আগে নয় শ্রমিক ছাঁটাই: শ্রম প্রতিমন্ত্রী

ঈদের আগে কোনো পোশাক শ্রমিক ছাঁটাই করা যাবে না বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

কারখানা বন্ধ করা যাবে না জানিয়ে, এপ্রিলে যেসব শ্রমিক কাজ করেছেন তাদের শতভাগ বেতন ঈদের আগেই দিতে হবে এবং আর যারা কাজ করেননি তাদের দিতে হবে ৬০ শতাংশ।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর শ্রম ভবনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী এসব কথা কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এপ্রিলে যেসব শ্রমিক কাজ করেছেন, তারা ঈদের আগেই পুরো বেতন পাবেন। লকডাউনের কারণে যেসব শ্রমিক কাজে যোগ দিতে পারেননি, তারা ৬০ শতাংশ বেতন পাবেন। এজন্য শ্রমিকদের আসতে হবে না। তাদের বেতনের টাকা পাঠিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। কোনো কারখানা লে-অফ বা বন্ধ ঘোষণাও করা যাবে না। এমনকি ঢাকার বাইরে থাকা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা যাবে না। ঢাকার বাইরে থেকে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেলে, অভিযুক্ত কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button