জাতীয়
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১৪ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন ড. ইউনূস।

এর আগে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দীন। এসময় তার সঙ্গে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ড. ইউনূসের পর প্রধান বিচারপতি এবং উপদেষ্টা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শ্রদ্ধা নিবেদন করেন।



