জাতীয়

রাষ্ট্রপতি শাহাবুদ্দীনের পদত্যাগের দাবিতে শহিদ মিনারের সামনে শিক্ষার্থীরা

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দীনের পদত্যাগের দাবিতে শহিদ মিনারের সামনের সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ‘গো ব্যাক গো ব্যাক, চুপ্পু গো ব্যাক’, ‘শেখ হাসিনার খুনিরা হুশিয়ার সাবধান ‘ , ‘ এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড় ‘ , শহীদের রক্ত বৃথা যেতে দেব না ‘ স্লোগান তুলে তারা বিক্ষোভ করতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, ছাত্র জনতা রক্ত দিয়ে নতুন ভাবে এই দেশ স্বৈরাচার মুক্ত করেছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে আমরা শহীদ মিনারে ঢুকতে দেব না। আমরা
রাষ্ট্রপতি শাহাবুদ্দীনের পদত্যাগের দাবি জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Back to top button