খেলা

উন্মোচিত হলো টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি

দুইদিন পরেই পাকিস্তানে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। তার আগেই এই বৈশ্বিক টুর্নামেন্টির জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (১৬ ফেব্রুয়ারি)নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওর মাধ্যমে টুর্নামেন্টে বাংলাদেশের জার্সি প্রকাশ করেছে বিসিবি। ভিডিওতে দেখা যায়, নতুন জার্সি গায়ে পোজ দিয়েছেন স্কোয়াডে থাকা টাইগার ক্রিকেটাররা।
বরাবরের মতো এবারের জার্সিতেও প্রাধান্য পেয়েছে সবুজ, সেই সঙ্গে লাল রঙয়ের সাথে আছে হলুদ রংয়ের বাঘের মুখচ্ছবি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার ভারত ছাড়াও বাংলাদেশকে লড়তে হবে  নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি একই মাঠে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

Related Articles

Leave a Reply

Back to top button