আন্তর্জাতিকলিড স্টোরি

স্বামীর অর্থে ঘুষ দিয়ে সরকারি চাকরি, ডিভোর্স দিলেন স্ত্রী

ঘুষ দিয়ে স্ত্রীকে সরকারি চাকরি পাইয়ে দিয়েছিলেন যুবক। তবে তা পাওয়া মাত্রই ‘বেকার’ স্বামীকে ডিভোর্স দেন স্ত্রী। এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের কোটাতে।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের খবরে বলা হয়, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ‘প্রতিশোধ’ নিতে গিয়েছিলেন মণীশ মীনা নামে ওই যুবক। এটি করতে গিয়ে তিনি রেলে নিয়োগ পরীক্ষার এক বড়সড় কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আনেন। এ ঘটনায় বরখাস্ত করা হয় মণীশের স্ত্রী আশা এবং রেলের এক গার্ডকে।

সম্প্রতি পুলিশের কাছে করা অভিযোগে মণীশ জানান, তিনি কোনো চাকরি না করলেও স্ত্রীকে একটা ভালো সরকারি চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই জন্যই প্রায় আট মাস আগে রেলের পরীক্ষার সময়ে এক ভুয়া পরীক্ষার্থীর সাহায্য নেন তিনি। তাঁর জন্য চাষের জমি বন্ধক রেখেছিলেন মণীশ।

মণীশের কাছ থেকে ১৫ লাখ রুপি নিয়ে তার বিনিময়ে ওই ভুয়া পরীক্ষার্থীর ব্যবস্থা করে দিয়েছিলেন রাজেন্দ্র নামে এক রেলকর্মী। তবে রেলে চাকরি পাওয়ার পর থেকেই স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন আশা।

সম্প্রতি মণীশ ‘বেকার’, এমন কথা বলে তাকে ছেড়ে যান আশা। আর্থিকভাবে ‘প্রতারিত’ হয়েছেন, এমন অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হন মণীশ।

পুলিশ মনে করছে, শুধু আশা নন। নিয়োগ পরীক্ষায় আরও অনেকেই এমন ভুয়া প্রার্থী ব্যবহার করে রেলে চাকরি পেয়ে থাকতে পারেন। এমন সন্দেহে তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button