করোনাজাতীয়

১৫ মে’র আগে বিমানের ফ্লাইট চলবে না

দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় মেয়াদ বাড়িয়ে আগামী ১৫ মে পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধাবার (২৯ এপ্রিল) বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ১৫ মে পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

যদিও এর আগে ২৭ এপ্রিল বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বর্ধিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ফলে বাংলাদেশে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে এ সময়ে।

প্রসঙ্গত, করোনার বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে। কয়েক ধাপে এই ছুটি আগামী ৫ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button