ঢাকালিড স্টোরি

সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীদের লং মার্চ

ঢাকা : চার দফা দাবি আদায়ে সচিবালয়ের দিকে লং মার্চ শুরু করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটে শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু হয়। পুলিশ বাধা দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে যান।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন ম্যাটস শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। উপস্থিত ছিলেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহম্মদ উল্যাহ মানসুর, মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, শামিমুর রহমান সাগর ও আজহারুল হক রামিম।

বিকেল পৌনে ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী। এসময় স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের অনেকে ভুয়া স্লোগান দিতে থাকেন।

পরে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান থামানোর আহবান জানান সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়করা। এরপর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন তুহিন ফারাবী।

Related Articles

Leave a Reply

Back to top button