জাতীয়লিড স্টোরি

সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

ঢাকা : গাজীপুরসহ আজ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করবে সরকার। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে এ অপারেশন চালানো হবে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার থেকেই গাজীপুরসহ সারা দেশে এ অভিযান শুরু হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) ‘অপারেশন ডেভিল হান্ট’ এর ব্যাপারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

ডেভিল হান্ট কি?
ডেভিল হান্ট হল একটি বিশেষ অভিযান। যা সাধারণত সন্ত্রাসবাদ, অবৈধ কার্যকলাপ, সহিংসতা, জালিয়াতি, পতিতাবৃত্তি, অর্থ পাচার বিরুদ্ধে পরিচালিত হয়। এ ধরনের অভিযান দেশের নিরাপত্তা সংস্থা, সামরিক বাহিনী বা বিশেষ বাহিনী কর্তৃক পরিচালিত হয়ে থাকে। এর মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও দুষ্কৃতকারীদের গ্রেফতার করা।

এ ডেভিল হান্ট শুরু করা হয় কেন?
ডেভিল হান্ট অভিযান যেসব কারণে শুরু করা হয়- সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করা, মাদক ব্যবসা, চোরাচালান, অস্ত্রব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করা, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা, নিরীহ মানুষদের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করা।

Related Articles

Leave a Reply

Back to top button