জাতীয়দিনের উক্তিলিড স্টোরি

ড. ইউনূসের ভাবমূর্তি নষ্টে মরিয়া ভারতীয় মিডিয়া

ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ভাবমূর্তি নষ্টে ভারতীয় মিডিয়া মরিয়া বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বের সবাই চেনে। ছয় দশক ধরে বিশ্বে দরিদ্র নিরসনে কাজ করে যাচ্ছেন তিনি। তেমন একজন ব্যক্তিকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এমন চক্রান্তের সঙ্গে জড়িত ভারতের মিডিয়াও।

ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে জানিয়ে শফিকুল আলম বলেন, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ।

এ ছাড়া, অপপ্রচার করে ড. ইউনুসকে জঙ্গি লিডার প্রমাণ করতে মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেন তিনি। প্রেস সচিব বলেন, দেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার এবং তাদের দোসররা ফিরতে না পারে সে ব্যবস্থা করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button