আন্তর্জাতিক

আলাস্কায় ১০ আরোহী নিয়ে উড়োজাহাজ নিখোঁজ

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ১০ আরোহী নিয়ে ছোট একটি সেসনা উড়োজাহাজ নিখোঁজ হওয়ার খবর দিয়েছে সিএনএন। রাজ্য পুলিশ আলাস্কা স্টেট ট্রুপার্স জানিয়েছে, বেরিং এয়ারলাইন্সের উড়োজাহাজটি উনালাক্লিট থেকে নোমে যাচ্ছিল। পশ্চিম আলাস্কার শহর দুটিকে পৃথক করেছে নর্টন সাউন্ড উপসাগর।
সিএনএন লিখেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ রাজ্য পুলিশকে উড়োজাহাজ নিখোঁজের বিষয়টি জানানো হয়। নয় যাত্রী ও এক পাইলট নিয়ে উড়োজাহাজ নিখোঁজের তথ্য এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নোম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট ফেইসবুকে জানিয়েছে, তারা নোম ও হোয়াইট মাউন্টেন থেকে স্থল তল্লাশি চালাচ্ছে; কিন্তু বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে আকাশপথে তল্লাশি চলছে সীমিত আকারে।
মার্কিন কোস্ট গার্ড ও মার্কিন বিমান বাহিনী সহায়তার জন্য এগিয়ে এসেছে এবং নিখোঁজ উড়োজাহাজটি খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে দমকল বিভাগ।
তারা লিখেছে, “উড়োজাহাজটির সঠিক অবস্থান এখনও জানা যায়নি। সেটি শনাক্ত না হওয়া পর্যন্ত যতটা সম্ভব আমরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছি।”
বৈরী আবহাওয়া ও সুরক্ষার বিষয়টি মাথায় রেখে জনসাধারণকে নিজেদের মত অনুসন্ধান দল গঠনে বারণ করেছে দমকল বিভাগ।
বেরিং এয়ারের পরিচালক (অপারেশন্স) ডেভিড ওলসন বলেন, “বিস্তারিত তথ্য সংগ্রহ, জরুরি সহায়তা, তল্লাশি ও উদ্ধার কাজে বেরিং এয়ারের কর্মীরা কঠোর পরিশ্রম করছেন।”
সিএনএন লিখেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নোম বিমানবন্দরের চারপাশে হালকা তুষারপাত এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এক পর্যায়ে দৃশ্যমানতা মাত্র আধা মাইলে নেমে আসে; সেই সঙ্গে রাতে ঘণ্টায় ৩৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস ছিল।

ফ্লাইট ট্র্যাকার অ্যাপ ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, সেসনা ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান উড়োজাহাজটিকে সবশেষ বিকাল ৩টা ১৬ মিনিটে (স্থানীয় সময়) নর্টন সাউন্ডের ওপর দেখা গিয়েছিল।

কোস্ট গার্ড জানিয়েছে, উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ মাইল দূরে থাকার সময় নিখোঁজ হয়।
নর্টন সাউন্ড হেলথ কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত রয়েছে। যাত্রীদের স্বজনদের জন্য ‘ফ্যামেলি সেন্টার’ খুলেছে নর্টন সাউন্ড আঞ্চলিক হাসপাতাল, যাতে সেখান থেকে তারা নিখোঁজদের খোঁজখবর নিতে পারেন।
ফ্লাইট ট্র্যাকারে বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের এইচসি-১৩০ উড়োজাহাজকে যেখানে উড়তে দেখা গেছে, তার কাছেই নিখোঁজ উড়োহাজটির সবশেষ অবস্থান ছিল। দমকল বিভাগ বলেছে, তারা অনুসন্ধান ও উদ্ধারের জন্য বিশেষ সরঞ্জাম বহন করে, যা দৃশ্যমানতা ছাড়াই বস্তু ও লোকজনকে শনাক্ত করতে সক্ষম।
আলাস্কার সেনেটর ড্যান সুলিভান ফেইসবুকে পোস্টে লিখেছেন, “নোমে যাওয়ার পথে একটি উড়োজাহাজ নিখোঁজ হওয়ার খবর পাচ্ছি আমরা। যাত্রী, তাদের পরিবার এবং উদ্ধারকারী দলের জন্য আমাদের আশীর্বাদ রয়েছে।”

Related Articles

Leave a Reply

Back to top button