জাতীয়লিড স্টোরি

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি-নারী ফুটবল দল

ঢাকা : এ বছর ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক ২০২৫ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেয়া হবে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা নরয়ার ফারুকী এ তথ্য জানান।

শিল্পকলায় চলচ্চিত্রে একুশে পদক পাচ্ছেন আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), ফেরদৌস আরা (সংগীত), নাসির আলী মামুন (আলোকচিত্র), রোকেয়া সুলতানা (চিত্রকলা)।

সাংবাদিকতায় একুশে পদক পাচ্ছেন মাহফুজ উল্লা (মরণোত্তর) ও মাহমুদুর রহমান (সাংবাদিকতা ও মানবাধিকার)।

সংস্কৃতি ও শিক্ষায় একুশে পদক পাচ্ছেন ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) এবং গবেষণায় একুশে পদক পাচ্ছেন মঈদুল হাসান।

এ বছর খেলাধুলায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক দেয়া হবে। দেশের ক্রীড়াঙ্গনে নারীদের উজ্জ্বল সাফল্যের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা প্রদান করা হবে।

১৯৭৬ সাল থেকে বাংলাদেশ সরকার প্রতি বছর জাতির কৃতি সন্তানদের অসামান্য অবদানের জন্য একুশে পদক প্রদান করে আসছে। ভাষা আন্দোলনের স্মরণে চালু হওয়া এ পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এ বছর ১৪ জন গুণী ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে এ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হলো।

Related Articles

Leave a Reply

Back to top button