অন্য খবর

স্যানিটেশন কর্মীদের জীবনমান উন্নয়নে কাজ করবে ‘পরিত্রাণ’

স্যানিটেশন কর্মীদের বৈষম্যহীন, নিরাপদ, নায্যমুজুরী প্রতিষ্ঠা, মানসম্মত ও মর্যাদাপুর্ণ জীবিকায়নে স্যানিটেশন ওয়ার্কার্স রাইটস ইন বাংলাদেশ (এসডব্লিউআরবি) প্রকল্পের আওতায় কাজ করবে পরিত্রাণ সংস্থা।

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকালে রাজধানীর মিরপুরে সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ এর কনফারেন্স রুমে, দাতা সংস্থা অভিনা আমেরিকাস এন্ড ডেমোক্রেসি এট ওয়ার্ক ফান্ডের অর্থায়নে স্যানিটেশন ওয়ার্কার্স রাইটস ইন বাংলাদেশ (এসডব্লিউআরবি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর সিটি কর্পোরেশনের সমাজ সেবা কর্মকর্তা মো: আনোয়ার হোসেন ভুইয়া, বিশেষ অতিথি ওয়াটার এইড বাংলাদেশ’র প্রতিনিধি শাহারিনা মোমতাজ, জাতীয় নাগরিক কমিটি সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কৈলাস রবিদাস, প্রফেসর তমাল তরু বিশ্বাস, মাইনরিটি রাইটস্ ফোরামের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর নিরোধ মজুমদার, ক্লিনার ইনেসপেক্টর (সিআই) জিয়াউল আলম, ইয়েস বিডির এইচআর কাজী ফারানা তন্নী, ওয়াই এফসির জাহিদ কবীর।

সভায়, এসডব্লিউআরবি- প্রকল্পের সমন্বয়কারী উজ্জ্বল কুমার দাস বলেন, স্যানিটেশন কর্মীরা সমাজের পরিচ্ছন্ন যোদ্ধা, তারা একটি গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত কিন্তু তাদেরকে পিছিয়ে রেখে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা সামাজিকভাবে বৈষম্যের শিকার হচ্ছে, তাদেরকে অস্পৃশ্য বলা হয়। সুষ্ঠু পরিবেশ তৈরিতে পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে যাদের ভুমিকা উল্লেখ্যযোগ্য তারাই যেন সমাজে অবহেলিত। পরিচয়হীনতা, অসম মুজুরী ব্যবস্থার কারণে অভাব অনটনের মধ্যে মানবেতর জীবন যাপন করতে হয় স্যানিটেশন কর্মীদের।

এছাড়া সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও এই বৈষম্য নিরসনে কাজ করার উপর গুরুত্ব দেন। সেসঙ্গে বলেন, এ প্রকল্প সমাজে দারিদ্র ও বিভিন্ন বৈষম্য দূরীকরণে সরকারের সামাজিক কার্যক্রম ও এ জনগোষ্ঠিকে সমাজের মূল ধারায় পৌছাতে সাহায্যে করবে।

এ প্রকল্পের মাধ্যমে সকল কার্যক্রম স্যানিটেশন কর্মীদের নায্র্য মুজুরী, নারীশ্রমিকদের যৌন এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা, মানবিকতায় এবং মর্যাদায় প্রতিষ্ঠায় অবদান রাখবে বলেও জানান বক্তারা।

সভাপতিত্ব করেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ এর সভাপতি কৃষ্ণালাল। সভায় প্রকল্পটির প্রেক্ষাপট, কার্যক্রম ও যৌক্তিকতা তুলে ধরে, পাওয়াা পয়েন্ট প্রেজেন্টাশন করেন, পরিত্রাণ এর এসডব্লিউআরবি প্রকল্পের প্রজেক্ট অফিসার সৈয়দা রেজিনা আক্তার রোজী। অন্যান্যদের উপস্থিত ছিলেন, উত্তর সিটি করপোরেশন, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, গবেষকবৃন্দ, শিক্ষক দেশীয় সহযোগী সংস্থা, মিডিয়া ব্যাত্তিত্ব ও স্যানিটেশন কর্মীদের প্রতিনিধিবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button