অন্যান্য খবরজাতীয়

পুরান ঢাকায় চলছে “সাকরাইন” উৎসব

সুতোঁয় সুঁতোয় কাটাকাটি। এর ঘুড়ি চলে যায় ওর নাটাইতে। এভাবেই আনন্দ ও মজার মুহূর্ত নিয়ে পুরান ঢাকায় পালিত হচ্ছে ঘুড়ি উৎসব।

আজ ১৪ অক্টোবর,  মঙ্গলবার পুরান ঢাকায় দিনভর পালন করা হচ্ছে এই ‘সাকরাইন’ উৎসব।

ঢাকাইয়া ভাষায় ‘সাকরাইন’ নামেই এটি অধিক পরিচিত। পৌষ সংক্রান্তি, সংক্রান্তি বা সাকরাইন যেভাবেই বলা হোক এ উৎসব নিয়ে পুরান ঢাকাবাসীর থাকে ব্যাপক আগ্রহ। সপ্তাহখানেক আগে থেকেই ঘুড়ি, নাটাই, আতশবাজি, ফানুস, মাইক্রোফোন সবকিছুই আলাদাভাবে এলাকার ছেলেপেলেরা জড়ো করতে থাকে।

এই উৎসবে বয়সের কোনো ধরাবাধা নিয়ম নেই। তরুনদের  অংশগ্রহণ বেশি থাকলেও সব বয়সী মানুষরাই এই উৎসবে অংশগ্রহণ করে। কেউ ঘুড়ি খেলায় অংশ নিয়ে আনন্দ করে। কেউ সেই খেলা দেখে উৎসবকে উপভোগ করে।

জানা যায়, প্রায় দুই হাজার বছর আগে চীনে প্রথম ঘুড়ির উৎপত্তি। ইউরোপ বা আমেরিকায় ঘুড়ি ওড়ানোর রেওয়াজ থাকলেও মূলত চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত আর বাংলাদেশের মতো এশিয়ার দেশগুলোতেই এই খেলার জনপ্রিয়তা বেশি।

 পুরান ঢাকার শাঁখারিবাজার, তাঁতিবাজার, কলতাবাজার, শিংটোলা, কাগজীটোলা, সূত্রাপুর, লক্ষীবাজার, বাংলাবাজার, ফরাশগঞ্জ, বানিয়ানগর, আইজি গেট, আরসিন গেট, গেন্ডারিয়া প্রভৃতি এলাকা সাকরাইনের দিনে যেন নতুন প্রাণ পায়।

 সাকরাইনের উৎসব পরিসর এখন ব্যাপক। দিনের প্রথম পর্বে চলে ঘুড়ি কাটাকাটির প্রতিযোগিতা; সাউন্ড সিস্টেমের তালে তালে গানবাজনার মাধ্যমে আনন্দ-উল্লাস চলতে থাকে শীতের মিষ্টি বিকেল জুড়ে।

Related Articles

Leave a Reply

Back to top button