জেলার খবর

জুতার ভিতরে হেরোইন পাচার কালে যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ৩ শ’৩৪ গ্রাম হেরোইনসহ মোরছালিন নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে র‍্যাব ১২ এর অধিনায়ক কামরুজ্জামান এর দিকনির্দেশনায় র‍্যাবের সদস্যরা সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় (আসামির পরিহিত চামড়ার জুতার ভিতরে) সংরক্ষিত ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বাজিতপুর (নতুনপাড়া) গ্রামের মোঃ ফরজেন আলী’র ছেলে মোঃ মোরছালিন (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button