জাতীয়

মহান বিজয় দিবস উপলক্ষে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে আজ বিমান বাহিনীতে প্রথমবারের মত মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবির জেসিওদেরকে অনারারি কমিশন প্রদান করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনারারি কমিশন প্রাপ্ত অফিসারদেরকে ফ্লাইং অফিসার পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অসাধারণ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে জাতীয় পর্যায়ে এবং স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিজয় দিবসে বিমান বাহিনীর ১৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবির জেসিওকে সম্মানসূচক অনারারি ফ্লাইং অফিসার পদবিতে অনারারি কমিশন প্রদান করা হয়।

বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশনপ্রাপ্তরা হলেন, মাস্টার ওয়ারেন্ট অফিসার এসএম রবিউল হাসান, মাস্টার ওয়ারেন্ট অফিসার আব্দুল আউয়াল, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নূরে আলম সিদ্দিকী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আবুল হোসেন, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মাসুদ উজ্জামান, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. রবিউল ইসলাম, মাস্টার ওয়ারেন্ট অফিসার ইব্রাহীম সরদার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নজিমুল হক, মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম হাফিজুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ বাহারুল ইসলাম, মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম আতিকুল রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার খোন্দকার বদিউল আলম, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শহীদুল ইসলাম, মাস্টার ওয়ারেন্ট গোলাম মোস্তফা ও মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ওবায়দুল হক।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ঘাঁটি হতে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button