রাজনীতি

৬ বছর পর সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

দীর্ঘ ৬ বছর পর স্বশরীরে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামী ২১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইএমসি) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কর্মসুচি রয়েছে।

আজ রোববার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত জানান, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ২১ ডিসেম্বর আমাদের মুক্তিযোদ্ধা সমাবেশে আসবেন। মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এই মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হলেও এবারের আয়োজন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য আত্নঅহংকার ও গৌরবের। কারণ, দীর্ঘ ৬ বছর পর পতিত স্বৈরাচারের রাজনৈতিক রোষানলে পড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্দোষ ও কারামুক্ত হয়ে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘গতকাল শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ আমি (উলফাত) ম্যাডাম বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে এসেছি। তিনি (বেগম খালেদা জিয়া) সম্মতি দিয়ে বলেছেন, শরীর ভালো থাকলে মুক্তিযোদ্ধাদের এই সমাবেশ তিনি আসবেন। আমাদের প্রত্যাশা বিএনপি চেয়ারপার্সন ম্যাডাম বেগম খালেদা জিয়া এই সমাবেশ যোগ দেবেন ইনশাল্লাহ।

বেগম খালেদা জিয়া কারামুক্ত হলেও প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দেননি। ৫ আগষ্ট বিপ্লবের পর তিনি নয়া পল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার ‘লা মেরিডিয়ান হোটেলে’ আয়োজিত বিএনপি’র বর্ধিত সভায় তিনি সভাপতিত্ব করেছিলেন। এটিই ছিলো তাঁর স্বশরীরে অংশগ্রহনে শেষ রাজনৈতিক কর্মসূচি। এর তিনদিন পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান।

 

Related Articles

Leave a Reply

Back to top button