সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
চকরিয়ায় চাঁদাবাজি বন্ধ করতে মাইকিং করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের বিভিন্ন এলাকায় টমটম গাড়ি নিয়ে মাইকিং করতে দেখা যায়।
স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামীলীগ সভানেত্রী ও সাবেক প্রধানমসন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর চকরিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। সক্রিয় হয়ে উঠে একশ্রেণির চাঁদাবাজ ও দখলবাজ চক্র।
চক্রটি চকরিয়া থানা পুলিশের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও চিংড়িজোন খ্যাত রামপুর-চরণদ্বীপ এলাকায় চাঁদাবাজি করছেন। কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না চাঁদাবাজি। চলছে চিংড়ি চাষীদের কাছ থেকে অব্যাহত চাঁদাবাজির ঘটনা। এছাড়া প্রতিদিন ঘটছে দখল-বেদখলের ঘটনা। তাদের বেপরোয়া চাঁদাবাজি ও দখলের ঘটনায় অসহায় হয়ে পড়েছে চিংড়ি চাষীরা। চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না বিভিন্ন শ্রেণিপেশার ব্যবসায়িরাও।
অভিযোগ উঠেছে, মিয়ানমার থেকে আসা বাণিজ্যিক গাড়ি ও গরুর গাড়ি থামিয়ে পুলিশের নামে টাকা আদায় করছেন চাঁদাবাজ চক্র। রয়েছে বাঁশ ও গাছের গাড়ি, লাকড়ির গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ। এছাড়াও পৌরশহরের ফুচকার দোকান, ফলের দোকান, মৌসুমী ফলের দোকান, সবজির দোকান ছাড়াও শতশত ভাসমান দোকান থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। যেন এসব নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া এ বিষয়ে নিউজ নাউ বাংলাকে জানান, পুলিশের নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে চাঁদা আদায় করার ঘটনা আমরা শুনেছি। তিনি সাংবাদিকদের বলেন, একাধিক পুলিশের টহল টিম মাঠে থাকার পরও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় চাঁদাবাজদের হাতের নাগালে পেলে থানা পুলিশে খবর বা ধরিয়ে দেওয়ার জন্য তিনি সকলের কাছে সহযোগিতা চান তিনি । চাঁদাবাজি বন্ধ করতে মাইকিং করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।