জাতীয়

বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত

কক্সবাজারের টেকনাফের সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে ধারাবাহিক বিস্ফোরণের বিকট শব্দে ঘুমহীন রাত কাটাচ্ছেন আতঙ্কিত বাসিন্দারা।

আজ শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত টেকনাফ পৌর, সদর, সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনা যায়।

সীমান্ত এলাকার বাসিন্দাদের ধারণা, মংডু শহরের দক্ষিণে উকিলপাড়া, ফয়েজীপাড়া, সিকদারপাড়া, হারিপাড়া ও ফাতংজা এলাকা ঘিরে প্রায় এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানকার নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া জান্তা বাহিনী একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানান, বিস্ফোরণের বিকট শব্দে তাদের ঘরবাড়ি পর্যন্ত কেঁপে উঠছে। এতে আতঙ্কে রাতে তারা ঘুমাতে পারছেন না। এমনকি আতঙ্কে অনেকে এ শীতের রাতে ঘরের বাইরে রাত যাপন করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button