জেলার খবর

নিম্নমানের খাবার বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার পরিবেশন ও নিম্নমানের খাবার বিক্রি করায় দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পাঙ্গাসী বাজারে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।’

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও নিম্নমানের খাবার বিক্রি করায় হোটেল আপ্যায়ন ও মুসলিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, বিএডিসি সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ)। আনন্দ চন্দ্র বর্মণ, পুলিশ প্রশাসন সহ আরো অনেক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button