আন্তর্জাতিককরোনা

অক্সফোর্ডে করোনাভাইরাস ভ্যাকসিন শরীরে নেয়া প্রথম স্বেচ্ছাসেবী সুস্থ আছেন

অক্সফোর্ডে করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম পরীক্ষায় সর্বপ্রথম অংশ নিয়েছেন যিনি – সেই স্বেচ্ছাসেবী সুস্থ আছেন। খবর বিবিসি

বিবিসির সংবাদদাতা বলছেন ড. এলিসা গ্রানাটো ভালো আছেন, সুস্থ আছেন।

ঐ ভ্যাকসিন ভলান্টিয়ার, যিনি পেশায় একজন মাইক্রোবায়োলজিস্ট, ড. গ্রানাটো বলেন, “তিনি খুবই ভালো আছেন। আজকের সুন্দর রোদ উপভোগ করছেন তিনি।“

ড. গ্রানাটো জানিয়েছেন, অক্সফোর্ড করোনাভাইরাস বৃহস্পতিবার প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে দেয়া হয়। প্রথম স্বেচ্ছাসেবী ছিলেন তিনি। এখন তার সময় কাটছে পরিবারের সদস্যদের সাথে অনলাইনে গ্রুপচ্যাট করে। এবং তাদের আশ্বস্ত করেছেন যে কোথাও তার মৃত্যুর খবর দেখলে তারা যেন ঘাবড়ে না যান। তিনি ভালো আছেন।

Related Articles

Leave a Reply

Back to top button