জাতীয়

রাজধানীর মানিকদীতে নিজ তহবিলে অসহায়দের ত্রাণ বিতরণ করছেন জাকির ও সুপ্তি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। লক ডাউন হয়ে আছে দেশ। এতে করে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। বিশেষ করে অসহায় হয়ে পড়েছে শ্রমিকরা। খাদ্যের জন্য হাহাকার করছে নিম্নবিত্তরা। সরকারীভাবে নানা উদ্যেগেই সহযোগিতা প্রদান করা হচ্ছে অসহায় মানুষদের। পাশাপাশি, অনেকে সংগঠনও এগিয়ে এসেছে নিজ উদ্যেগে। তেমনি একটি উদ্যোগ নিয়েছেন ক্যান্টনমেন্ট মানিকদীতে বসবাসকারী জাকির হোসেন নিরব ও তার বোন তাসলিমা আক্তার সুপ্তি। এই দুই ভাই বোন নিজ তহবিলে মানিকদী বসবাসকারী নিম্নবিত্ত ও মধ্যবিত্ত প্রায় ৩০০ পরিবারের হাতে তুলে দিয়েছেন রমজানের ত্রাণ সামগ্রী।

ত্রাণ বিতরণ

আজ সকালে ক্যান্টনমেন্ট মানিকদী আদর্শ বিদ্যা নিকেতন স্কুল মাঠে এ ত্রাণ বিতরণ করেন তারা।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানটি ‍উদ্ভোধন করেছেন ক্যান্টনমেন্ট থানার ওসি কাজি সাহান হক। তদন্ত ওসি মো. মনিরুজ্জামান।

ত্রাণ বিতরণ

এ সময় কাজি শাহান তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, জাকিন হোসেন ও তাসলিমার মতো স্বচ্ছল ব্যাক্তিরা এভাবে এগিয়ে আসলে, দেশের করুণ পরিস্থিতিতে কোন নাগরিককে না খেয়ে ভূগতে হবে না। এর পাশাপাশি সরকারের দেয়া নির্দেশও মেনে চলার পরামর্শ দেন তিনি । প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে, ও সামাজিক দূরুত্ব মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান ক্যান্টনমেন্ট থানার ওসি কাজি শাহান।

ত্রাণ বিতরণ

ক্যান্টনবাসী জাকির হোসেন নিরব বলেন, করোনা মহামারির এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো নিজের কর্তব্য বলে মনে করছি আমি। আমরা ৩ বেলা খেতে পারছি। কিন্তু যারা এক বেলায়ও খাদ্য জোগাড় করতে পারছেনা, তাদের পাশে আমার দাড়ানো আমার দায়িত্ব । উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্তরাও যেন এ ধরনের উদ্যোগ নেয়, সেই প্রেরণা যোগানোও আমার একটা উদ্দেশ্য ছিলো। কারন সরকারের পাশাপাশি আমরা স্বচ্ছল পরিবারগুলো নিজ তহবিলে এগিয়ে আসলে, দেশে আর কেউ ক্ষুধার্থ থাকবেনা।

ত্রাণ বিতরণ

সামাজিক নিরাপত্তার বজায় রেখেই এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আটা, লবন, আলু, ছোলা। করোনা পরিস্থিতি মোকাবেলা না হওয়া পর্যন্ত এই ত্রাণ সামগ্রী বিতরন অব্যাহত থাকবে বলে জাানান তারা।

Related Articles

Leave a Reply

Back to top button