জেলার খবরফেসবুক থেকে

সিরাজগঞ্জে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি

সিরাজগঞ্জ প্রতিনিধি:

শব্দ দূষণ রোধে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরে আয়োজনে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ডা. এম এম আমজাদ হোসেন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. হোসেন রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সপাল ডা. এমদাদুল হক।’

‘এ সময় বক্তারা শব্দ দূষণ ও তার প্রতিকারে করণীয় সম্পর্কে সাধারণ ছাত্রছাত্রীদের সচেতন করেন। শব্দ কিভাবে দূষণে পরিণত হয় আর আমরা কিভাবে পরিবেশ দূষণ করে আসছি তারই বর্ণনা তুলে ধরেন বক্তারা।

এর আগে, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজর ছাত্রছাত্রীদের মধ্যে একমাত্র শব্দ সচেতনতা পারে প্লাস্টিক দূষণ রোধ করতে’ এর পক্ষে ও বিপক্ষে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।’

Related Articles

Leave a Reply

Back to top button