জাতীয়

নির্ধারিত সময়ে প্রকল্পসমূহের কাজ শেষ করতে স্থানীয় সরকার উপদেষ্টার নির্দেশ

বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের উন্নয়ন প্রকল্প এবং বিদেশী সাহায্য প্রাপ্ত প্রকল্পগুলোর গতি তরান্বিত করতে ও নির্ধারিত সময়ে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ সোমবার সচিবালয়ের নিজ কার্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।

উপদেষ্টা জানান, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাজের গতিশীলতা আনতে কাজ করে যাচ্ছে।

সাক্ষাৎকালে তারা বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পসমূহের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন প্রকল্প এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ বলেন, বাংলাদেশের একজন সহযোগী অংশীজন হতে পেরে তারা গর্বিত। স্থানীয় সরকার উপদেষ্টার কাছে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং দ্রুত বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button