জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে।

আজ শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

লঘুচাপের বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এই লঘুচাপের ফলে আগামী ২৮ নভেম্বরের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

Related Articles

Leave a Reply

Back to top button