জেলার খবর

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১০০তম দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১০০ তম দিবস উপলক্ষে চকরিয়া পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার ১৬ (নভেম্বর) সকাল ১০ টায় চকরিয়া পৌরশহরের জনতা মার্কেট চত্বর থেকে এ অভিযান কার্যক্রম শুরু হয়। এতে নেতৃত্ব দেন, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, নিসচা প্রতিনিধি।

চকরিয়া বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের দুইশতাধিক নারী পুরুষ শিক্ষার্থীসহ এ অভিযানে অংশগ্রহণ করেন।

এ সময় ব্যবসায়ীরা নিয়মবহির্ভূত যততত্র দোকানে সামনে ময়লা আবর্জনা ফেলার অপরাধে শাস্তি হিসেবে ব্যবসায়ীদের হাত দিয়েই ময়লা অপসারণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম জানান, চকরিয়া শহরের যানযট নিরসন ও পথচারীদের দুর্ভোগ দূরীকরণে এখানে একাধিকবার অভিযান চালানো হয়েছে কিন্তু এবারের অভিযান ব্যতিক্রমীধর্মী, ব্যবসায়ীরা যাতে দোকানের সামনে ময়লার ভাগাড় তৈরী না করে অযথা সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি না করে।

এ বিষয়ে নানান মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয়েছে পূনরায় যদি ব্যবসায়ীরা আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এদিকে, শিক্ষার্থীরা জানান জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুনভাবে সাজানোর সুযোগ পেয়েছি, প্রতিটি নিহত ও আহত ভাইয়ের রক্তের গন্ধ এখনো শুকাইনি, তাদের মৃত্যু এখনো আমাদের ভেতর থেকে নাড়া দেয়।

Related Articles

Leave a Reply

Back to top button