জাতীয়

আজ কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস

আজ রবিবার ২৬ এপ্রিল কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস । ২০০০ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দেশে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হয়।

বর্তমানে সারাদেশের বিভিন্ন ইউনিয়নে সাড়ে ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।

১৯৯৬ সালে একনেক সভায় অনুমোদনের পর ১৯৯৮ সালে কমিউনিটি ক্লিনিক প্যাকেজ বাস্তবায়ন কাজ শুরু হয়। ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত ১০ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়। পরে ২০০৯ সালে ক্ষমতায় গিয়ে শেখ হাসিনা আরো অনেক কমিউনিটি ক্লিনিক চালু করেন।

কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেশকিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে টেলিভিশনে আলোচনা ও পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button