জাতীয়

মার্কিন আইনসভায় পুননির্বাচিত ৫ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আবারও পুননির্বাচিত হয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভুত পাঁচ জন আইনপ্রণেতা। বেসরকারি ফলাফল এবং স্থানীয় কমিউনিটি এ তথ্য নিশ্চিত করেছে।

বিজয়ী বাংলাদেশিরা হলেন, জর্জিয়া স্টেট সিনেটর ডেমোক্র্যাট প্রার্থী শেখ এম রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান, নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান এবং নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে কাউন্সিলম্যান ড. নুরান নবী।

তাদের মধ্যে কাউন্সিলম্যান ড. নুরান নবী পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৭ সাল থেকে টানা ১৪ বছর এ পদে আছেন। কাউন্সিলম্যান হিসেবে কালচারাল এবং হেরিটেজ-বিষয়ক দায়িত্বে রয়েছেন তিনি।

এর বাইরে পেনসিলভানিয়া, মিশিগান, নিউজার্সিসহ একাধিক অঙ্গরাজ্যে বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান কাউন্টি ও অন্যান্য পর্যায়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে তাদের ফলাফল এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button