জাতীয়

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

ছাত্র-জনতা আন্দোলনের সময় গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আজ সোমবার রাত ৮টার দিকে রাজধানীর ইস্কাটন থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি বলেন, বর্তমানে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে চালান করা হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান আশরাফুজ্জামান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের মধুপুরে মিছিলে হামলার অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। মধুপুর উপজেলার মালাউড়ী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান ওই মামলা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button