খেলা

বিয়ের জন্য বিপিএলের চুক্তি স্থগিত

আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। আর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে, ধরে রাখা ও সরাসরি দলে নেওয়া খেলোয়াড়দের তালিকা বিসিবির কাছে জমা দিয়েছে দলগুলো।
যেখানে আসন্ন বিপিএল আসরে অ্যালেক্স হেলসের ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে বিয়ে সংক্রান্ত ব্যস্ততার কারণে শেষ মুহূর্তে হেলস নিজেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ঢাকা এক বিবৃতিতে বিষয়টি জানায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা ক্যাপিটালস বিবৃতিতে জানানো হয়েছে, ‘অ্যালেক্স হেলস বিয়ের কারণে বিপিএলের এই আসরে খেলার জন্য অনুপলব্ধ থাকবেন এবং তার চুক্তি স্থগিত রাখার অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তকে সম্মান জানাই এবং তার নতুন জীবনের জন্য শুভকামনা জানাই।’

Related Articles

Leave a Reply

Back to top button