জাতীয়

‘বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী’ সংবাদের প্রতিবাদ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী— বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়া খবরটি সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর বলছে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
(বুধবার) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, গত ৭ ও ৮ অক্টোবর অনলাইন ও অফলাইন বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ‘বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী’ সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়, যা সঠিক নয়।
উল্লেখ্য, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এমতাবস্থায়, সংবাদটির সংশোধনী প্রকাশ/প্রচার করার জন্য অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

Related Articles

Leave a Reply

Back to top button