জাতীয়

তিন পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক : স্বরাষ্ট্র উপদেষ্টা

তিন পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘পরিস্থিতি খারাপ হলে কেউ কেউ খুশি হয়। তবে সরকার এটা হতে দেবে না। হিন্দু ধর্মাবলম্বীরা সারা দেশে শান্তিপূর্ণভাবে পূজা পালন করবেন, সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বৌদ্ধ ধর্মের লোকজনও তাদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদে উদযাপন করবেন, সরকার সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে।’

আজ বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে বৌদ্ধ ধর্মীয় ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘বৌদ্ধ সম্প্রদায় শুভ প্রবারণায় কঠিন চীবর দান অনুষ্ঠান যেন ভালোভাবে করতে পারে, সেজন্য সব ধরনের সহযোগিতা করা হবে। নিরাপত্তার কোনো সংকট নেই। সব ধরনের সহযোগিতা করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পাহাড়ে নিরাপত্তার কোনো সংকট নেই। যে আইন ভঙ্গ করার চেষ্টা করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছু সংখ্যক লোক পরিস্থিতি অস্থির করার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ব্রিফিংয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের ভারপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া বলেন, ‘বৌদ্ধদের শুভ প্রবরণায় কঠিন চীবর দান অনুষ্ঠান করা হবে। যদিও একটি পক্ষ কঠিন চীবর দান না করার ঘোষণা দিয়েছে। পূজা-পার্বণ এলে আতঙ্ক বোধ করে বৌদ্ধসহ সংখ্যালঘুরা। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আশ্বাস দিয়েছে।’

আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথেরো বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠান বিনা বাধায় করতে চাই। কঠিন চীবর দান পালন করতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার আশ্বাস দিয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button