জাতীয়

সময় পেলে পুলিশ সংস্কারে জনসাধারণের মতামত নেয়া হবে: কমিশন প্রধান

বাংলাদেশ পুলিশ বিভাগে সংস্কারে সময় পেলে ওয়েবসাইট তৈরি করে জনসাধারণের মতামত নেয়া হবে বলে জানিয়েছেন গঠিত কমিশনের প্রধান সাবেক সচিব সফর রাজ হোসেন। রোববার (৬ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পুলিশ সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘সদস্যদের সঙ্গে বৈঠক হলো। তবে আনুষ্ঠানিক কাজ শুরু করতে প্রয়োজনীয় রসদ যোগাড় চলছে। আনুষ্ঠানিক কাজ শিগগিরই শুরু হবে।’

সংশ্লিষ্ট সবার মতামত নেয়া হবে জানিয়ে সফর রাজ বলেন, ‘সময় পেলে ওয়েবসাইট তৈরি করে জনসাধারণের মতামত নেয়া হবে।’
 
বেঁধে দেয়া সময়ের মধ্যেই প্রতিবেদন দেয়া সম্ভব উল্লেখ করে কমিশন প্রধান বলেন,‘দেড়শ বছরের পুরনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারে সুপারিশও করা হবে।’
এ সময় পুলিশ সংস্কার কমিশনকে যাবতীয় সহযোগিতা করার কথা জানান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Related Articles

Leave a Reply

Back to top button