বিনোদন
হাসপাতাল ছাড়ছেন গোবিন্দ
পায়ে সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল ছাড়ছেন বলিউড তারকা গোবিন্দ। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে গোবিন্দকে।
সুনীতার ভাষায়, নবরাত্রির প্রথম দিন হওয়ায় গোবিন্দর নামে পূজা করেছি। এরপর হাসপাতালে গিয়েছি। আজ রাতে অথবা আগামীকাল ডিসচার্জ হবে গোবিন্দ। শারীরিকভাবে গোবিন্দ এখন সুস্থ আছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে নিজের লাইসেন্স করা রিভলবার থেকে পায়ে গুলিবিদ্ধ হন গোবিন্দ। প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করলে দ্রুত হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয় ৬০ বছর বয়সী অভিনেতাকে।