অর্থ বাণিজ্যপুঁজিবাজার

পুঁজিবাজারে শেষ কার্যদিবসে লেনদেন ৩১৫ কোটি

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩ অক্টোবর) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)’র । এদিন লেনদেন কমে ৩১৫ কোটি টাকা এসে দাঁড়িয়েছে। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।

আজ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬২ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২ দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯০ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩১৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৪০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমাণ ২৮ দশমিক ৪১ শতাংশ কমেছে।

আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৯ টির, কমেছে ১৩৮ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫০ টি কোম্পানির বাজারদর।

Related Articles

Leave a Reply

Back to top button