জাতীয়

যে মামলায় গ্রেফতার দেখানো হতে পারে শ্যামল দত্ত ও মোজাম্মেলকে

বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ চার জনকে আটক করেছে ময়মনসিংহের ধোবাউড়া পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। আটক অন্য দুজন হলেন: একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকার চালক মো. সেলিম।

এদিকে ঢাকায় দায়ের হওয়া মামলায় মোজাম্মেল এবং শ্যামলকে গ্রেফতার দেখানো হতে পারে বলে জানিয়েছে পুলিশের একাধিক সূত্র।
 
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্যে রাজধানীর মিরপুরে মো. ফজলু হত্যার ঘটনায় ভাসানটেক থানায় দায়ের করা এক মামলায় শ্যামল দত্ত আসামি। আর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাঈম হাওলাদার হত্যা মামলার আসামির তালিকায় রয়েছেন মোজাম্মেল বাবু।
 
ময়মনসিংহের পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে। সেখানে পৃথক থানায় দায়ের করা মামলায় মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে গ্রেফতার দেখানো হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button