বিনোদন

সৌন্দর্য ধরে রাখতে ওয়াইন পান করেন কারিনা!

সম্প্রতি বলিউড নির্মাতা করণ জোহরের একটি শো-এ বোটক্স প্রসঙ্গে আলোচনা করেন কারিনা। সেখানে নায়িকা জানান, নিজের সৌন্দর্য ধরে রাখতে এমন কোনো কিছুরই দরকার নেই কারিনার। যদিও এসব আর্টিফিশিয়াল ট্রিটমেন্ট এর পেছনে স্বামী সাইফ আলী খানেরও আপত্তি রয়েছে বলে জানান।
অভিনেত্রীর কথায়, ‘সাইফ এখনও এ বয়সে আমাকে এভাবেই দেখতে ভালোবাসেন। আমিও আমার বয়স নিয়ে গর্বিত। ৪৪ বছরেও আমি তার কাছে আকর্ষণীয়। আসলে বয়স লুকানোর বিষয় না, বরং উদ্‌যাপনের বিষয়। আমি এমন ছবি করি যেখানে আমার বয়স স্পষ্ট বোঝা যায়, সে জন্য গর্বিত। আমি চাই আমার দর্শক সে ভাবেই দেখুন, যেমনটা আমি ব্যক্তিগতে জীবনে।’
তবে কারিনা নিজেকে ফিট রাখতে ডায়েটের ওপর বেশ সতর্ক। তার কথায়, ‘বোটক্স না করালেও শরীরচর্চা করি। ভালো খাওয়া দাওয়া করি, ভালো ওয়াইন ছাড়া মদ্যপান করি না। ভালো বন্ধুদের সঙ্গেও যোগাযোগ রাখি।’
একসময় জিরো সাইজের ছিলেন কারিনা কাপুর। সেই নায়িকা এখন দুই সন্তানের মা। ক্যারিয়ারের মধ্যগগনে থেকে সাইফকে বিয়ে করেন। যদিও সে সময় বিয়ে করতে নাকি অনেকেই নিষেধ করেছিলেন তাকে। কিন্তু কথা শোনেননি কারিনা। কারণ নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button