বিনোদন

বন্যা পরবর্তীতে বানভাসিদের পাশে শাকিব খানের ‘রিমার্ক হারল্যান’

দেশের কল্যাণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখছে সুপারস্টার শাকিব খানের অথেনটিক কসমেটিকস ও হোম কেয়ার প্রতিষ্ঠান ‘রিমার্ক হারল্যান’। কথা মতো কাজেও সেই প্রমাণ মিলছে! দুই বাংলার জনপ্রিয় এই চিত্রতারকার ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বন্যা পরবর্তীতে কয়েক হাজার বানভাসি মানুষকে ত্রাণ সহায়তা দিল।
বন্যার ভয়াবহতা কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক জীবনযাপনে ফেরেনি দেশের অনেক অঞ্চল। বন্যা পরবর্তী রোগবালাই ও ভারি খাবারের সংকট বিরাজমান। এমন বানভাসি কয়েক হাজার মানুষদের বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা পেলেন।
গেল মাসে দেশের কয়েকটি জেলায় বন্যা আঘাত হানে। তখন এফডিসির শিল্পী সমিতির তহবিলসহ একাধিক সংগঠনের ফান্ডে অর্থ দিয়ে পাশে ছিল শাকিব খানের রিমার্ক হারল্যান। সোমবার (৯ সেপ্টেম্বর) শাকিবের এই কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন ইমন ও ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম চাঁদপুর গিয়ে বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা তুলে দেন।
খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুরের অনেক অঞ্চলে এখনও বন্যার পানি বিরাজ করছে। বিশেষ করে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচর এলাকায় বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পানি কমে গেলেও এসব এলাকায় মানুষ কষ্টে দিন পার করছেন। এ কারণে এসব অঞ্চলে ট্র‍্যাক ভর্তি করে কয়েক হাজার মানুষের সহায়তা দেয়া হয়েছে।
নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান থেকে ত্রাণ দেয়ার শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তিনি আগেই জানিয়েছিলেন, মানুষের কল্যাণ রিমার্ক হারল্যানের প্রতিষ্ঠা হয়েছে। দেশের মানুষের প্রয়োজনে সবসময় পাশে থাকবেন। এজন্য উপকারী বিভিন্ন পরিকল্পনা হাতে রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button