জাতীয়

১১১ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিন ১১১ বারের মতো পেছানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর দিন ঠিক করেছেন আদালত।

সোমবার (০৯ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক ছিল।  পরে আদালত নতুন এ দিন নির্ধারণ করেন। 

 এর আগে ৪ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এদিন ঠিক করেছিলেন আদালত। ওইদিনও এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ১১০ বারের মতো পেছানো হয়। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিনও তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে তারিখ নির্ধারণ করেন।
 
শেরে বাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
 
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button