জাতীয়

বাংলাদেশ নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নেপাল বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। দীর্ঘদিনের পুরনো এই বন্ধু রাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ।

আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফাওজুল কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্টদূত ঘনশ্যাম ভাণ্ডারীর নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে একথা বলেন জ্বালানি উপদেষ্টা।

এসময় তিনি বিদ্যুৎ খাতে নেপালের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সার্ক-এর মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো জোরদারের ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়।

রাষ্টদূত ঘনশ্যাম ভান্ডারী এসময় ছাত্র আন্দোলনকে প্রথম থেকেই স্বীকৃতি প্রদান এবং বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশের কথা উল্লেখ করেন এবং নতুন দায়িত্বের জন্য ফাওজুল কবির খানকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের সাথে নেপালের প্রথম থেকেই ভালো সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এ সময় নেপাল থেকে ৪০ মেগাওয়াট হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার ক্রয়, নেপালের সাথে যৌথ উদ্যোগে বিদ্যুৎ আমদানির জন্য পাওয়ার সেল এগ্রিমেটের ব্যাপারেও তাদের মধ্যে আলোচনা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button