অর্থ বাণিজ্য

আগস্টে মূল্যস্ফীতি কমেছে

সরকার পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের নিত্যপণ্যের দামে। ফলে আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.৪৯ শতাংশ, যা জুলাই মাসে ছিল ১১.৬৬ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১১.৩৬ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১৪.১০ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.৭৪ শতাংশ, যা জুলাইতে ছিল ৯.৬৮ শতাংশ।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

সংস্থাটি বলছে, আগস্ট মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ১০.৯৫ শতাংশ, যা জুলাইতে ছিল ১১.৮৯ শতাংশ। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১.৪৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১৪.০৬ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১০.৪৫ শতাংশ, যা জুলাইতে ছিল ৯.৮৪ শতাংশ।

এদিকে, শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০.০১ শতাংশে, যা জুলাই মাসে ছিল ১১.২৭ শতাংশ। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ১১.২৪ শতাংশ, যা জুলাইতে ছিল ১৪.২২ শতাংশ। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও কমে হয়েছে ৯.২০ শতাংশ, যা জুলাইতে ছিল ৯.৪৩ শতাংশ। বিবিএসের হিসাব বলছে আগস্টে মজুরি হার কিছুটা বেড়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button