চট্রগ্রামজেলার খবর

চট্টগ্রামে শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সীতাকুন্ডে এসএন করপোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে কমপক্ষে ১০ জন দগ্ধ হয়েছেন।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহকারী সচিব নাজমুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তারা চমেকে পৌঁছেছেন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button